
তাওবা
মোঃ আরিফুল ইসলাম
শয়তানের ধোঁকায় পড়ে
করেছি কত পাপ,
দয়া করে হে দয়াময়
করো আমায় মাফ!
ছগীরাহ-কবীরাহ, শীরক-বিদআতি
আরো অজানা কত গুনাহ,
এসব থেকে বাঁচার জন্য
চাই তোমার কাছে পানাহ।
অনুতপ্ত হয়ে তোমার কাছে
তুলিলাম দুই হাত
কবুল করো ওগো দয়াময়
আমার মোনাজাত।
আর কখনো করবোনা প্রভু
গর্হিত অনাচার,
তাওবা করে শয়তানি পথ
করবো পরিহার।