
মোঃ তুষার শেখ ভেড়ামারা প্রতিনিধি :-
রাতের অন্ধকারে কে বা কাহারা বাড়িঘর জালানোর উদ্দেশ্য করে আগুন লাগিয়ে পালিয়ে যান। মোঃ আলী হোসেন (৪৩) তিনি সমস্ত বিবোরন দিয়ে ভেড়ামারা থানায় হাজির হয়ে অভিযোগ করেছে বলে জানা যায়, বিস্তারিত
বরাবর।
অফিসার ইনচার্জ, ভেড়ামারা থানা, কুষ্টিয়া।
বিষয়ঃ অভিযোগ দায়ের প্রসঙ্গে।
জনাব,
জাতীয় পরিচয় পত্র নং-২৩৬০৩০ ৫৬২৩. পিতা-মৃত ঘোশবার প্রামানিক, সাং-মাধবপুর, বাহাদুরপুর, যথাবিহীত সম্মান প্রদর্শন পর্বক বিনীত নিবেদন এই যে, আমি মোঃ আলী হোসেন (৪৩), থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া অত্র থানা হাজির হয়ে আসামী-অজ্ঞাতনামা কে বা কাহাদের বিরুদ্ধে এই মর্মে লিখিতভাবে অভিযোগ দায়ের করছি যে, হিংসামূলক আচরনের জেরে, আসামী অজ্ঞাতনামা কে বা কাহারা বিগত সময় হতে এখন পর্যন্ত আমার ও পরিবারের সাথে যেকোন বিষয়াদী নিয়ে শত্রুতামূলক আচরন করে আমাদের ক্ষতি করার চেষ্টা করে আসছে। বিগত সময়ে আড়কান্দি লিচিনদিয়ার গ্রামছ আমার ২৫০ পিলি পানের বরজে অজ্ঞাতনামারা অগ্নি-সংযোগ করায়ে আগুন লাগিয়ে আমার ব্যাপক ক্ষয়-ক্ষতি করেছে। অজ্ঞাতনামারা সামনে না এসে অন্য যেকোন মাধ্যমে আমাদের খুন জখম করা সহ আমাদের বড় ধরনের ক্ষয়-ক্ষতি করবে মর্মে তাদের কর্মকান্ডের উপস্থিতি আমরা বুঝতে পারছি। এরই জেরে, গত ১৫-০৭-২০২৫ তারিখ রাত অনুমান ১১:০০ ঘটিকার সময় ভেড়ামারা থানাধীন বাহাদুরপুর ইউপি এর আড়কান্দি লিচিনদিয়ার গ্রামস্থ আমার ২৫০ পিলি পানের বরজে সামনে মোঃ হাবি মিস্ত্রি এর নামীয় বিল্ডিং এর নিচে রক্ষিত ৪২ আঠি যার প্রতি আঠি ২৫০ টাকা করে অজ্ঞাতনামারা আগুন লাগিয়ে দেয়। পরবর্তী সময়ে মোঃ হাবি মিস্ত্রি সহ আশে ও পাশে থাকা স্থানীয় প্রতিবেশিরা জানতে পেরে ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে আমাকে উপরোক্ত বিষয়ে অবগত করে। আমি ও পরিবার হতে সবাই ঘটনাস্থলে গিয়ে সত্যতা নিশ্চিত করি। স্বাক্ষী-১। মোঃ আবুল হাশেম (৬২), ২। মোঃ আবুল কাশেম (৫৭), উভয় পিতা-মৃত খোশবার প্রামানিক, উভয় সাং-মাধবপুর, ৩। মোঃ বাহু মিস্ত্রি (৬০), পিতা-মৃত নবির প্রামানিক, সাং-আড়কান্দি, বাহাদুরপুর, সর্ব থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়ার। সহ স্থানীয় লোকজনেরা দেখে ও শুনে সবাই অবগত রয়েছেন। এমতাবস্থায় আপনার সমীপে জানাচ্ছি যে, উপরোক্ত বিষয়ে সুষ্ট তদন্ত সাপেক্ষে আসামী অজ্ঞাতনামা কে বা কাহাদের কে বিচারের আওতায় আনতে এবং আমাদের সাথে অজ্ঞাতনামা আসামীদের যে কোন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করতে আপনার নিকটে সুবিচার ও সহযোগীতা কামনা করছি। অজ্ঞাতনামা আসামীর। হিংস্র প্রকৃতির ও আইন অমান্যকারি। অজ্ঞাতনামাদের দ্বারা পরবর্তী আমার ও পরিবারের যে কাহারোর প্রাননাশ সহ যে কোন বড় ধরনের ক্ষয়-
ক্ষতি হওয়ার আও সম্ভাবনা থাকায় বিষয়টি নিয়ে পরিবার এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলাপ-আলোচনা করে থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করতে বিলম্ব হলো।।
অতএব, উত্ত বিষয়ে আইনানুগ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে জনাবের একান্ত মর্জি হয়।
রাতের অন্ধকারে কে বা কাহারা বাড়িঘর জালানোর উদ্দেশ্য করে আগুন লাগিয়ে পালিয়ে যান এদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।