
মোঃ জামাল উদ্দিন কুষ্টিয়া প্রতিনিধি :-
কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার কৃতি সন্তান রাজশাহী জেলার জেলা শিক্ষা অফিসার জনাব মো: জায়েদুর রহমান কে আজ ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিনিধি দল।
শিক্ষা খাতে তাঁর আন্তরিকতা, সততা ও প্রশাসনিক দক্ষতার প্রশংসা করে সকলে কৃতজ্ঞতা জানান।
এরআগে তিনি কুষ্টিয়ার জেলা শিক্ষা অফিসার হিসেবে ৫ বছর দায়িত্ব পালন করেছেন। সে সময় তিনি অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন।
রাজশাহী জেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মহোদয় গণ তাঁকে যোগদান পরবর্তী শুভেচ্ছা জানান।
শিক্ষকদের পক্ষ থেকে বলা হয়, “উনার নেতৃত্বে রাজশাহীর শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা পালন করেবে। আমরা তাঁর সঙ্গে একসাথে আরও এগিয়ে যেতে চাই।”
এই সৌজন্য সাক্ষাতে শিক্ষা উন্নয়ন, পরিদর্শন প্রক্রিয়া ও শিক্ষার্থীদের মানোন্নয়ন বিষয়েও আলোচনা হয়।
জনাব মো: জায়েদুর রহমান রাজশাহী জেলার জেলা শিক্ষা অফিসার পদে গত ১০ ডিসেম্বর, ২০২৫ তারিখে যোগদান করেছেন।